ভিসা খবর

দুবাই ভিজিট ভিসা চেক করার নিয়ম

দুবাই হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি দেশ।প্রতিবছর সারা বিশ্ব থেকে প্রচুর মানুষ দুবাইয়ে ভ্রমণের উদ্দেশ্যে এসে থাকেন। কেননা যারা ভ্রমণ পিপাসু লোক রয়েছে তাদের কাছে দুবাই দেশটি অসাধারণ। দুবাই ভ্রমণ করার জন্য আমাদেরকে দুবাই ভিজিট ভিসা করতে হয়।অনেকেই দুবাই ভিজিট ভিসা কিভাবে করতে হয় এবং দুবাই ভিজিট ভিসা খরচ কত হয় সেই সম্পর্কে জানেন না। আজকের পোস্টে দুবাই টুরিস্ট ভিসা চেক এবং দুবাই ভিজিট ভিসা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হবে। তাহলে চলুন দেরি না করে যেটা নেওয়া যাকঃ-

 

দুবাই ভিজিট ভিসা কি বন্ধ

 

করোনাকালীন সময়ে দুবাই ভিজিট ভিসা দীর্ঘদিন বন্ধ থাকলেও ভিজিট ভিসা আবারো চালু করা হয়েছে। নির্দিষ্ট শর্তাদি অবলম্বন করে যে কোন ব্যক্তি চাইলে খুব সহজে আবার দুবাই ভিজিট ভিসা করতে পারবেন।ভিজিট ভিসা তৈরি করা হয়ে গেলে দুবাই ভিজিট ভিসাটি চেক করে নিয়ে খুব সহজেই দুবাই ভ্রমণ করতে পারবেন। 

 

অন্য পোস্টঃসৌদি আরবের ভিসা চেক করার নিয়ম

 

দুবাই ভিজিট ভিসার মেয়াদ কতদিন

 

দুবাই ভিজিট ভিসার মেয়াদ কতদিন বা কতদিন আমি দুবাইতে টুরিস্ট ভিসা নিয়ে থাকতে পারবো এটা জানতে চান। দেখুন আপনি যদি দুবাই টুরিস্ট ভিসা করে থাকেন তাহলে সেখানে সর্বোচ্চ ৩০ দিন থেকে ৯০ দিন পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। যদি চান আবারও নির্দিষ্ট কিছু বেশি দিন দুবাইতে ভ্রমণ করবেন তাহলে তারা নির্ধারিত ঠিক প্রদান করে ৩০ দিন করে দুইবার বাড়িয়ে নিতে পারেন। 

 

দুবাই টুরিস্ট ভিসা আবেদন করার নিয়ম 

 

দুবাই খুবই সুন্দর একটি দেশ যার কারণে অনেকে দুবাই ভ্রমণ করে থাকেন।তবে দুবাই যেতে হলে অবশ্যই দুবাই ভিসা প্রসেস প্রক্রিয়া বা কিভাবে করা যায় সেটা সম্পর্কে আমাদের আগে জেনে নিতে হবে।যারা দুবাই ভ্রমণ করতে চান তারা চাইলে ডুবাই টুরিস্ট ভিসার জন্য দুই ভাবে আবেদন করতে পারেন।যেমনঃ-

 

১.ট্রাভেল এজেন্টের মাধ্যমে 

২.এয়ারলাইন্সের মাধ্যমে

 

অন্য পোস্টঃকাতার ভিসা চেক করার নিয়ম

 

দুবাই টুরিস্ট ভিসা করার জন্য কি কি কাগজ লাগবে 

 

দুবাই টুরিস্ট পয়সা করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে দুবাইয়ের জন্য অবশ্যই সেটা সম্পর্কে জানার জরুরী। নিচে দেওয়া হল দুবাই টুরিস্ট ভিসা করার জন্য কোন কোন কাগজ প্রয়োজন হবে:-

 

১.দুবাইয়ের ভিসা এপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে পূরণ করা লাগবে। যার কারণে দুবাই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজন হবে।

 

২.এক কপি ল্যাব প্রিন্টের রঙিন ছবি লাগবে।

 

৩.আবেদনকারী ব্যক্তির একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টে ন্যূনতম ৬ মাস মেয়াদ থাকতে হবে।

 

৪.পূর্বে যদি আপনি কখনো দুবাই ভ্রমণ করে থাকেন তাহলে পূর্বে দুবাই ভ্রমণের প্রমাণ কপি প্রয়োজন হবে।

 

৫.আবেদনকারী ব্যক্তির জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি প্রয়োজন হবে।

 

দুবাই টুরিস্ট ভিসা চেক /Dubai visa check by passport no

 

দুবাই ভ্রমণ করার জন্য যদি ইতিমধ্যে ভিসা করে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও দুবাই যাওয়ার আগে দুবাই ভিসা চেক করে নেওয়া উচিত।কেননা অনলাইনের মাধ্যমে দুবাই টুরিস্ট ভিসা চেক করার প্রক্রিয়া অনেকটা সহজ। যেকোনো ব্যক্তি চাইলে খুব সহজেই ঘরে বসেই তার মোবাইল ফোন ব্যবহার করে কাজটি করতে পারবেন। নিচে দুবাই টুরিস্ট ভিসা চেক করার প্রক্রিয়া ধাপে ধাপে দেখানো হলোঃ-

 

ধাপ ১ঃটুরিস্ট ভিসা চেক করার জন্য সর্বপ্রথম https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html#/fileValidity লিংকটি ব্যবহার করে যুক্ত ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটটিতে যাওয়ার পর নিচের মত একটি ইন্টারফেস দেখতে পারবেন।

ধাপ ২ঃউপরে search by এর নিচে passport information সিলেক্ট করতে হবে এবং select the type অপশনে visa দিতে হবে।তারপরে নিচের ঘরে পাসপোর্ট নাম্বারের একটি অপশন দেখা যাবে। এই ঘরে পাসপোর্ট নাম্বারটি সুন্দরভাবে বসাতে হবে। 

ধাপ ৩ঃপাসপোর্ট নাম্বারটি বসানো হয়ে গেলে পাসপোর্টের expire date সিলেক্ট করতে হবে এবং Nationality বসাতে হবে। তারপর নিচে i am a not robot যে অপশন রয়েছে সেটাতে সিলেক্ট করতে হবে। 

 

ধাপ ৪ঃসিলেক্ট করার সাথে সাথে দুবাই টুরিস্ট ভিসার স্ট্যাটাস এখানে দেখা যাবে। উক্ত পদ্ধতিতে যেকোনো ব্যক্তি চাইবে ঘরে বসেই নিজেদের দুবাই টুরিস্ট ভিসা চেক করে নিতে পারবেন। 

 

অন্য পোস্টঃসিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম

 

শেষ কথা  

 

আশা করি আজকের পোস্টটি যারা পড়েছেন তারা দুবাই ভিজিট ভিসা চেক কিভাবে করতে হয় বা দুবাই টুরিস্ট ভিসা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পেরেছেন। তারপরেও যদি এই বিষয়ে কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে সরাসরি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।ধন্যবাদ। 

সম্পর্কিত আর্টিকেল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button