জন্ম নিবন্ধন ও আইডি কার্ড

অনলাইনে জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম

জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম



আমাদের অনেকের জন্মনিবন্ধনে বয়স ভুল হয়ে থাকে। তখন আমরা এই জন্ম নিবন্ধন বয়স ভুল ঠিক করার জন্য অনেক ধরনের উপায় অবলম্বন করে থাকি কিন্তু পারিনা। আর এইভাবে যদি জন্ম নিবন্ধন টা রেখে দেন তাহলে পরবর্তীতে কোন কাজের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই অবশ্যই জন্ম নিবন্ধন বয়স সংশোধন করাটা জরুরী। 

 

আপনার জন্ম নিবন্ধনের যদি বয়স ভুল হয়ে থাকে তাহলে ঘরে বসেই খুব সহজেই জন্ম নিবন্ধন বয়স সংশোধন করতে পারবেন।আজকের পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম। তাহলে চলুন দেরী না করে জেনে নেয়া যাকঃ-

জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম 

যাদের জন্ম নিবন্ধনে বয়স জনিত সমস্যা থাকে তারা জন্ম নিবন্ধন ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন।নিচে খুব সুন্দর ভাবে দেখানো হল কিভাবে আপনারা ধাপে ধাপে কাজটি করবেনঃ-

ধাপ ১ঃআপনার ব্রাউজার থেকে সরাসরি bdris.gov.bd লিখে সার্চ করতে হবে এবং জন্মনিবন্ধনের উক্ত ওয়েবসাইটটিতে চলে যেতে হবে।

ধাপ ২ঃএখানে উপরের থ্রি ডট বাটনে ক্লিক করতে হবে।

 

জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম

 

তারপরে আপনাদের সামনে এরকম একটি ছবি আসবে।এখান থেকে জন্ম নিবন্ধনের ট্যাপ করে ধরে রাখতে হবে।

 

জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম

 

 

তারপরে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন বাটনে ক্লিক করতে হবে।

 

 

ধাপ ৩ঃতারপরে আপনাদের সামনে এইরকম একটি ছবি আসবে। এখান থেকে যার জন্ম নিবন্ধনে বয়স সংশোধন করতে চান তার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্মতারিখ বসিয়ে ক্যাপচা পুরন করে অনুসন্ধান বাটনে ক্লিক করতে হবে। 

 

ধাপ ৪ঃঅনুসন্ধান বাটনে ক্লিক করলে আপনারা নিচে নির্বাচন নামক একটি বাটন দেখতে পারবেন এবং এখান থেকে কনফার্ম করতে হবে। 

 

 

ধাপ ৫ঃতারপরে আপনাদের সামনে আরেকটি পেইজ আসবে।

জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম
 

এখানে দেশ এবং বিভাগ নির্বাচন করতে হবে। তারপরে এই ঘরে উল্লেখিত তথ্যগুলো দিয়ে ঘরগুলো পূরণ করতে হবে।

 

জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম

 

 

এবার পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। 

 

ধাপ ৬ঃতারপরে আপনাদের সামনে এরকম আরেকটি ছবি আসবে।

 

জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম



 

এখান থেকে বিষয় নির্বাচন করতে হবে জন্ম তারিখ এবং সঠিক জন্ম তারিখটি নিচের ঘরে দিতে হবে। এবং সংশোধনের  কারণ হিসেবে দিতে হবে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল।

 

 

ধাপ ৭ঃতারপরে নিচের ঘরগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করে আপনাকে সংযোজন বাটনে ক্লিক করতে হবে এবং সেখান থেকে আপনার জেএসসি এসএসসি অথবা এইচএসসি সার্টিফিকেট দিতে হবে। 

 

ধাপ ৮ঃতারপরে ফি আদায় অপসনটিতে সিলেক্ট করতে হবে এবং আপনার সামনে আরেকটি পেজ আসবে এবং এখান থেকে আপনাকে রশিদ নাম্বারটি কপি করে নিতে হবে।এবার আপনি এই নাম্বারটি আপনার নিকটবর্তী ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় দেখালে খুব সহজেই কিছুদিনের মধ্যেই আপনার জন্ম নিবন্ধনের সংশোধন কপিটি পেয়ে যাবেন। 

শেষ কথা, আশা করি আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। তার পরেও যদি কোন বিষয় সম্পর্কে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। 

সম্পর্কিত আর্টিকেল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button