services nidw gov bd রেজিস্ট্রেশন করার নিয়ম
services nidw gov bd এটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমাদের স্মার্ট কার্ড ডাউনলোড বা আইডি কার্ডের বিভিন্ন ধরনের সমস্যার জন্য মাঝেমধ্যে যেতে হয়। তাই এই ওয়েবসাইটটিতে রেজিস্টার করার নিয়ম সম্পর্কে আমাদের জানা টা খুবই জরুরী। কারণ এই ওয়েবসাইটটিতে যদি আপনি রেজিস্টার করতে না পারেন তাহলে কোনোভাবেই সেখান থেকে এনআইডি কার্ড সম্পর্কিত তথ্য বা স্মার্ট কার্ড ডাউনলোড করতে পারবেন না। আজকের পোষ্টে services nidw gov bd তে কিভাবে রেজিস্টার করবেন সেই সম্পর্কে জানবেন।
services nidw gov bd তে রেজিস্ট্রেশন করার নিয়ম
এনআইডি কার্ডের বিভিন্ন ধরনের সমস্যা বা এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটের কোনো বিকল্প নেই।আর এই ওয়েবসাইটটিতে যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে এই কাজগুলো করা হবে না। নিচে ধাপে ধাপে কিভাবে আপনারা উক্ত ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করবেন সেটা বর্ণনা করা হলোঃ-
ধাপ ১ঃপ্রথমে https://services.nidw.gov.bd/nid-pub/ উক্ত লিংক ব্যবহার করে সরাসরি এনআইডি ওয়েবসাইটে চলে যেতে হবে।
ওয়েবসাইটটিতে আসার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে।
ধাপ ২ঃএখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আরেকটি ছবি আসবে এবং এখানে জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা ভোটার ফরম নাম্বার টি প্রদান করতে হবে।
ধাপ ৩ঃতারপর নিচে জন্মতারিখের ঘর দেখতে পাবেন। জন্ম তারিখের ঘরে জন্ম তারিখ উল্লেখ করে ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ৪ঃতারপরে আর একটি পেজ ওপেন হবে এবং এখানে বিভাগ জেলা উপজেলা এইসকল তথ্যাদি গুলো উল্লেখ করতে হবে।
পূরণ করা হয়ে গেলে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। তারপরে আপনার মোবাইলে অর্থাৎ যে নাম্বারটি দেওয়া সেই নাম্বারে একটি কোড যাবে। উক্ত কোডটি মেসেজ অপশন থেকে কপি করে নিয়ে এসে বহাল বাটনে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
ধাপ ৫ঃপরবর্তীতে এখান থেকে স্মার্ট কার্ড ডাউনলোড সহ আরো অনেক সুবিধা ভোগ করতে পারবেন।তাছাড়া এনআইডি বিষয়ে নানান ধরনের সহায়তাও আপনারা এই ওয়েবসাইট থেকে নিতে পারবেন।
শেষ কথা, আশা করি আজকের পোস্টটি পড়ার মাধ্যমে services nidw gov bd ওয়েবসাইটে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই সম্পর্কে আপনারা সঠিক তথ্য পেয়েছেন। তার পরেও যদি কোন বিষয় সম্পর্কে বুঝতে কোন ধরনের সমস্যা বা অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।
More Tag