Ad powered by Sohan

ভোটার আইডি কার্ড সংশোধন ফি কত

বর্তমান সময়ে অনেকেরই জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ডে সমস্যা থাকে।তখন তাদেরকে জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড সংশোধন করার প্রয়োজন পড়ে।কেননা ভোটার আইডি কার্ড তথ্য সংশোধন না করলে পরবর্তীতে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। 

Ad powered by Sohan

অনেকেই আইডি কার্ড সংশোধন কি বা জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে কত টাকা লাগে এই বিষয়ে ধারণা রাখেন না। তাই যারা এই বিষয়ে জানতে চান তারা আজকের পোস্টটি অবশ্যই বিস্তারিত মনোযোগ সহকারে করবেন। কেননা আজকের পোস্টে আলোচনা করা হয়েছে জাতীয় পরিচয় পত্র তথ্য সংশোধন ফি কত এবং ফি পরিশোধ করার নিয়ম সমূহ সম্পর্কে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাকঃ-

Ad powered by Sohan

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে

ভোটার আইডি কার্ড ফি কত বা ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে এই বিষয়ে অবশ্যই সুস্পষ্ট ধারণা থাকা উচিত। কেননা ধারণা না থাকলে অনেক সময় আপনাকে বেশি টাকা পে করতে হতে পারে।নিচে ভোটার আইডি কার্ড সংশোধনের ধরন অনুযায়ী ফির হিসাব দেওয়া হলো:-

Ad powered by Sohan

➡️তথ্য সংশোধন -nid correction এর জন্য ২৩০ টাকা ফি দিতে হবে।

➡️অন্যান্য তথ্য সংশোধন করার জন্য ১১৫ টাকা ফি দিতে হবে।

➡️সকল ধরনের তথ্য সংশোধন করার জন্য ৩৪৫ টাকা ফি প্রযোজ্য হবে।

Ad powered by Sohan

➡️রিইস্যু – Duplicate Regular করার জন্য ৩৪৫ টাকা লাগবে।

➡️জরুরী রিইস্যু করার জন্য ৫৭৫ টাকা প্রয়োজন হবে।

জাতীয় পরিচয় পত্র তথ্য সংশোধন ফি

জাতীয় পরিচয় পত্রে যে সকল তথ্য প্রিন্ট করা থাকে বা যে সকল মৌলিক তথ্য থাকে এসব তথ্য সংশোধনকে জাতীয় পরিচয় পত্রের তথ্য সংশোধন বলা হয়ে থাকে। যেমন:-

১.নামের ক্ষেত্রে (বাংলা ও ইংরেজি)

২.পিতা মাতার নাম ও জন্মতারিখ 

৩.রক্তের গ্রুপ 

৪.জন্মস্থান 

৫.বর্তমান ও স্থায়ী ঠিকানা 

৬.লিঙ্গ 

৭.জন্ম নিবন্ধন নাম্বার ইত্যাদি 

যারা ভোটার আইডি কার্ড সংশোধন করতে চান তারা এই সকল তথ্য সংশোধন করার জন্য ১৫ শতাংশ ভ্যাট সহ তাদেরকে প্রথমবারে ২৩০ টাকা, দ্বিতীয় বার করার জন্য ৩৪৫ টাকা এবং তৃতীয় বারে ৫৭৫ টাকা ফি দিতে হয়।

জাতীয় পরিচয় পত্র অন্যান্য তথ্য সংশোধন ফি

জাতীয় পরিচয় পত্র অন্যান্য তথ্য সংশোধন করার জন্য কত টাকা ফি প্রযোজ্য হবে বা অন্যান্য তথ্য সংশোধনের মধ্যে কোন গুলো রয়েছে সেটা সম্পর্কে জানা জরুরী। যেমনঃ-

➡️স্বামী স্ত্রীর নাম 

➡️শিক্ষাগত যোগ্যতা 

➡️পেশা 

➡️সনাক্তকরণ চিহ্ন 

➡️ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট নাম্বার 

➡️মোবাইল নাম্বার 

যারা ভোটার আইডি কার্ডের এই সকল তথ্য সংশোধন করতে চান তাদেরকে অবশ্যই ১১৫ টাকা ফি প্রদান করা লাগবে।

ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধন করতে কত টাকা লাগে

ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ সংশোধন করতে কত টাকা লাগে বা ফি কত এই নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। আপনার ভোটার আইডি কার্ডে যদি জন্ম তারিখের সমস্যা থেকে থাকে তাহলে আপনি যদি প্রথমবার সংশোধন আবেদন করেন তাহলে আপনাকে ২৩০ টাকা ফি প্রদান করতে হবে।

জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি হিসাব করুন খুব সহজেই

বর্তমান সময়ের কোন ব্যক্তি চাইলে তার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রে কোন সমস্যা হলে অনলাইনে মাধ্যমে সংশোধন আবেদন করতে পারবেন। তাছাড়া কেউ চাইলে জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরাসরি সংশোধনের ধরন অনুযায়ী চেক করে নিতে পারবেন। এজন্য আপনাদেরকে সরাসরি আইডি কার্ড সংশোধন ফি লিংকটি ব্যবহার করে সরাসরি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে চলে যেতে হবে। 

শেষ কথা,আশা করি আজকের পোস্টটি যারা পড়েছেন তারা জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি কত বা জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে কত টাকা লাগে এই বিষয়ে পরিপূর্ণ ধারণা পেয়েছেন।তারপরেও যদি কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে সরাসরি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 

Check Also

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই নতুন পদ্ধতিতে ২০২৪

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার পদ্ধতি অনেকেই জানেন না। যাদের জন্ম নিবন্ধনটি অনলাইন করা …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Ad powered by Sohan

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/educarer/public_html/wp-includes/functions.php on line 5420