পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম
মালয়েশিয়া খুবই সুন্দর একটি দেশ।তাছাড়া মালেশিয়া দেশটি থেকে সারা বিশ্ব থেকে প্রচুর প্রবাসী শ্রমিক নেওয়া হয়ে থাকে।যারা মালয়েশিয়াতে কাজের উদ্দেশ্যে যান তাদের অবশ্যই মালয়েশিয়া ভিসা করার প্রয়োজন হয়।অনেক সময় আমরা মালয়েশিয়া ভিসা হাতে পেয়ে থাকলেও ভিসাটি অরিজিনাল নাকি নকল সেটা চেক করতে পারিনা।
অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিভাবে মালয়েশিয়া ভিসা চেক করতে হয় সেটা সম্পর্কে অনেকেই জানি না।আজকের পোস্টে আমি আপনাদের সাথে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম বা কিভাবে খুব সহজেই আপনার মালয়েশিয়া কলিং ভিসাটি চেক করে নিবেন সেই বিষয়ে জানাবো। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক:-
অন্য পোস্টঃসিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম
মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম/check visa online malaysia
যারা মালয়েশিয়াতে কাজের উদ্দেশ্যে যেতে চান এবং ইতিমধ্যে ভিসা হাতে পেয়ে গিয়েছেন তাদের অবশ্যই একবার হলেও মালয়েশিয়া ভিসাটি চেক করে নেওয়া উচিত। কেননা এতে করে আপনি পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন।সহজ ভাষায় বলতে গেলে আপনার মালয়েশিয়া ভিসাটি অরজিনাল নাকি নকল সেটা খুব সহজেই যাচাই করা সম্ভব হবে এই প্রক্রিয়ায়। নিচে মালয়েশিয়া কলিং ভিসা কিভাবে চেক করবেন তার সম্পূর্ণ প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখানো হলোঃ-
ধাপ ১ঃmalaysia visa check করার জন্য https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus লিংকটি ব্যবহার করে সরাসরি উক্ত ওয়েবসাইটটিতে চলে যেতে হবে। ওয়েব সাইটটিতে যাওয়ার পর আপনারা নিচের মত একটি পেজ দেখতে পারবেন।
ধাপ ২ঃএখানে সবকিছু মালেশিয়ান ভাষায় লেখা আছে তাই একটু বুঝতে অসুবিধা হতে পারে। উপরের যে ঘরটি রয়েছে সেখানে আপনাদের পাসপোর্ট নাম্বারটি দিবেন এবং নিচের ঘরে আপনি কোন দেশ থেকে ভিসা আবেদন করছেন সে দেশের নাম দিবেন। যদি বাংলাদেশ থেকে ভিসা আবেদন করে থাকেন তাহলে বাংলাদেশ দিবেন এবং যদি ভারত থেকে আবেদন করে থাকেন তাহলে ভারত দিবেন।
ধাপ ৩ঃতারপরে নিচে দেখবেন carian নামক একটি বাটন রয়েছে সেখানে সরাসরি ক্লিক করে নিজেদের মালেশিয়ান ভিসার স্ট্যাটাস দেখে নিতে পারবেন। অর্থাৎ আপনার ভিসা প্রসেসিংটা সম্পূর্ণ হয়েছে কিনা এখান থেকে খুব সহজেই তার স্ট্যাটাস চেক করে নেওয়া যাবে।
ধাপ ৪ঃআপনারা চাইলে নিজেদের মালেশিয়ান ভিসার স্ট্যাটাসটির একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন.এভাবে কোন ব্যক্তি যদি চান তাহলে তার পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজেই মালয়েশিয়ান ভিসা চেক করে ফেলতে পারবেন।
মালয়েশিয়া ই ভিসা চেক করার নিয়ম
মালয়েশিয়া ই ভিসা চেক করার জন্য https://malaysiavisa.imi.gov.my/evisa/evisa.jsp ওয়েব সাইটটিতে সরাসরি চলে যেতে হবে। ওয়েবসাইটটিতে যাওয়ার পর মেনু বার থেকে check visa লিংকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পরবর্তী পেজে ভিসা এপ্লিকেশন নাম্বার, স্টিকার নাম্বার, ও ক্যাপচা এন্ট্রি করে চেক বাটনে ক্লিক করার পর পরই মালয়েশিয়া ই ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন।
মালয়েশিয়া কলিং ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া কলিং ভিসা খুব সহজেই চেক করা যায়। শুধুমাত্র ইন্টারনেট কানেকশন ব্যবহার করেই ঘরে বসেই মালয়েশিয়া কলিং ভিসাটি চেক করে নিতে পারেন। নিচের ভিডিওতে মালয়েশিয়া কলিং ভিসা চেক করার সম্পূর্ণ প্রসেস দেখানো হলো।
অন্য পোস্টঃকাতার ভিসা চেক করার নিয়ম
শেষ কথা, আশা করি আজকের পোস্টটি যারা পড়েছেন তারা মালয়েশিয়া ভিসা চেক,মালয়েশিয়া ভিসা অনলাইন চেক বা কিভাবে অনলাইনের মাধ্যমে সঠিক পদ্ধতিতে Malaysia visa যাচাই করবেন সেই এই বিষয়ে সুস্পষ্ট ধারণা পেয়েছেন। আপনার পাসপোর্ট নাম্বারটি যদি সাথে থেকে থাকে তাহলে অনলাইনের মাধ্যমে ভিসাটি আসল নাকি নকল সেটা দেখে নিতে পারবেন।তারপরেও যদি পোস্টটি পড়ে কোন বিষয় সম্পর্কে বুঝতে অসুবিধা হয়ে থাকে বা ভিসা সম্পর্কিত কোন বিষয়ে যদি কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে সরাসরি কমেন্ট করে জানাতে পারেন। পোস্টটি পড়ে উপকৃত হলে শেয়ার করে অবশ্যই বন্ধুদের দেখার সুযোগ করে দিন।