ভিসা খবর

সৌদি আরবের জনসংখ্যা কত ২০২৪। সৌদি আরবে হিন্দু জনসংখ্যা কত কোটি

সৌদি আরব মুসলিম প্রধান একটি দেশ। মুসলমানদের জন্য সৌদি আরব দেশটির গুরুত্ব কতটা তা আমরা সকলেই জানি। তাই সৌদি আরব নিয়ে জানার আগ্রহ অনেকের বেশি। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশগুলোর তালিকা করলে সৌদি আরবের নাম কোনভাবেই বাদ দেওয়া সম্ভব নয়। সৌদি আরবের জনসংখ্যা কত বা সৌদি আরবে কত হিন্দু জনসংখ্যা রয়েছে সঠিক তথ্য অনেকেরই জানা নেই। নিম্নে এই বিষয়েই জানানোর চেষ্টা করা হয়েছে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক:-

সৌদি আরবের জনসংখ্যা কত 

 

সৌদি আরবের মোট জনসংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ১৮ হাজার ১৬৯ জন বর্তমান হিসাব অনুযায়ী। সৌদি আরবের সব থেকে বেশি রয়েছে মুসলমান ধর্মের লোক। দেশটিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে হিন্দু ধর্মের লোক।

 

সৌদি আরবে হিন্দু জনসংখ্যা কত 

 

সর্বশেষ গণনা অনুসারে সৌদি আরবের হিন্দু জনসংখ্যা বর্তমানে ৪ লাখ ৫০ হাজারের উপরে। এই জনসংখ্যার মধ্যে বেশিরভাগই হচ্ছে প্রবাসী। অর্থাৎ ভারত থেকে সৌদি আরবে এসেছে কাজ করার উদ্দেশ্যে। তাছাড়া বাংলাদেশ থেকেও অনেক হিন্দু সৌদি আরবে কাজ করার উদ্দেশ্যে রয়েছে। 

সৌদি আরবে বাংলাদেশি জনসংখ্যা কত ২০২৪

 

অনেকে জানতে চান সৌদি আরবে বর্তমানে বাংলাদেশী জনসংখ্যা কত রয়েছে বা সৌদি আরবে কতজন বাংলাদেশী প্রবাসী রয়েছে। ২০২১ সালের সর্বশেষ হিসাব অনুযায়ী সৌদি আরবে প্রায় ২৫ লক্ষের উপরে বাংলাদেশী রয়েছে। বর্তমানে সৌদি আরবে বাংলাদেশ জনসংখ্যা ৩০ লাখের অনেক উপরে চলে গিয়েছে। মজার ব্যাপার হলো সৌদি আরবে মোট জনসংখ্যার বেশিরভাগই হচ্ছে প্রবাসী শ্রমিক। 

 

পরিশেষে, ইতিমধ্যে সৌদি আরবের জনসংখ্যা কত কোটি উপরোক্ত পোস্টটি পড়ার মাধ্যমে সুস্পষ্ট ধারণা পেয়ে গিয়েছেন। তারপরে যদি সৌদি আরব নিয়ে কোন কিছু জানার থাকে তাহলে অবশ্যই নির্বিঘ্নে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আপনার মূল্যবান প্রশ্নটির খুবই দ্রুত সময়ের মধ্যে উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। ধন্যবাদ। 

সম্পর্কিত আর্টিকেল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button