জন্ম নিবন্ধন ও আইডি কার্ড

জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে পেমেন্ট করার পদ্ধতি। bdris payment system

জন্ম নিবন্ধন আবেদন বা জন্ম নিবন্ধন সংশোধনের জন্য অবশ্যই bdris ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট করতে হবে। bdris payment পদ্ধতি সম্পর্কে অনেকেই জানেন না। হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করেই জন্ম নিবন্ধনের জন্য ই পেমেন্ট করা যাবে। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা জন্ম নিবন্ধনের ফি প্রদান করার জন্য ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলে যেয়ে থাকেন। সঠিক পদ্ধতি যদি জানা থাকে তাহলে নিজেরাই bdris payment করতে পারবেন। 

 

বিকাশ, রকেট ও অন্যান্য মোবাইল ব্যাংকিং পরিষেবা গুলো ব্যবহার করে এই ওয়েবসাইট থেকেই ফি প্রদান করা যাবে। আজকের আর্টিকেলটিতে জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে ফি প্রদান করার জন্য ই পেমেন্ট কিভাবে করবেন বা bdris payment করার পদ্ধতি তুলে ধরা হয়েছে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক:-

 

bdris payment system। জন্ম নিবন্ধন ফি প্রদান করার পদ্ধতি। জন্ম নিবন্ধন অনলাইন পেমেন্ট

 

জন্ম নিবন্ধনে কোন সমস্যা হলে জন্ম নিবন্ধন সংশোধন করার প্রয়োজন পড়ে। জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য অবশ্যই নির্দিষ্ট একটি অর্থ ফি প্রদান করা লাগে। অনেকেই ফি প্রদান করার সঠিক নিয়ম জানেন না বলে ইউনিয়ন পরিষদে যান। 

 

তারা চাইলে সহজ প্রসেসে জন্ম নিবন্ধনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল ব্যাংকিং পরিষেবা গুলো ব্যবহার করে পেমেন্ট বা ফি দিতে পারবেন। নিম্নে ধাপে ধাপে দেখানো হলো:-

 

ধাপ ১: প্রথমে https://eservices.bdris.gov.bd/ এই লিংকটি ব্যবহার করে সরাসরি জন্ম নিবন্ধনের অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। জন্ম নিবন্ধনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পর আপনারা নিচের মত একটি ছবি দেখতে পাবেন। 

এখান থেকে সরাসরি ই পেমেন্ট অপশনে প্রবেশ করতে হবে। 

 

ধাপ ২: তারপরে এখান থেকে আপনাদেরকে আবেদনের ধরন বা প্রকৃতি নির্বাচন করতে হবে। কেউ জন্ম নিবন্ধন সংশোধনের জন্য ফি প্রদান করতে চাইলে  জন্ম নিবন্ধন সংশোধন সিলেক্ট করতে হবে এবং কেউ জন্ম নিবন্ধন আবেদনের জন্য ফি পরিশোধ করতে চাইলে জন্ম নিবন্ধন আবেদন সিলেক্ট করতে হবে।

তারপরে আপনাদেরকে আবেদনের আইডি বক্সের ঘরে জন্ম নিবন্ধন সনদ সংশোধন ও নতুন জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করার পরে আইডি নাম্বারটি ভালোভাবে বসিয়ে দিতে হবে। তারপরে জন্ম তারিখ উল্লেখ করতে হবে এবং জন্ম তারিখ বসাতে গেলে প্রথমে দিন তারপরে মাস ও তারপরে বছর সিলেক্ট করতে হবে। সব তথ্য দেওয়া হয়ে গেলে নিচে ক্যাপচা পূরণ করার অপশন দেখতে পারবেন এখান থেকে সঠিক ভাবে ক্যাপচাটি পূরণ করে ফেলতে হবে। ক্যাপচা পূরণ করা হয়ে গেলে search বাটনে ক্লিক করতে হবে। 

 

ধাপ ৩ঃ এই ধাপে আপনাদেরকে ব্যক্তিগত তথ্য দেখানো হবে। জন্ম নিবন্ধন আবেদন করার সময় আবেদন কারীর নাম,  আবেদনকারীর পিতা, মাতার নাম, আবেদনের তারিখ ও ফি এর পরিমাণ ও ব্যক্তিগত মোবাইল নাম্বার সহ জন্ম নিবন্ধনের কার্যালয় এখানে দেখা যাবে। 

 

এখান থেকে যদি দেখেন সবকিছু ঠিকঠাক রয়েছে তাহলে next বাটনটিতে ক্লিক করতে হবে। সমস্ত তথ্য ঠিক রয়েছে কিনা আপনাদেরকে আবার দেখানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এখান থেকে confirm বাটনে ক্লিক করতে হবে। 

 

ধাপ ৪ঃ এখানে আপনাদেরকে অটোমেটিক চালান সিস্টেম নামক একটি পেজে নিয়ে আসা হবে। যেখানে বাংলাদেশের অনেকগুলো ব্যাংকের নাম এখানে দেখানো হবে। এই ব্যাংকগুলোর মধ্যে আপনারা চাইলে জন্ম নিবন্ধন ফি খুব সহজেই পরিশোধ করতে পারবেন। 

কেউ যদি নগদ বিকাশ ও উপায়ের মাধ্যমে জন্ম নিবন্ধন ফি পরিশোধ করতে চান তাহলে তাকে অবশ্যই সোনালী ব্যাংক লিমিটেড সিলেক্ট করে save and continue বাটনে ক্লিক করতে হবে। তারপরে সোনালী ই-পেমেন্ট গেটওয়ে চালু হবে। এখান থেকে আপনারা সরাসরি mobile banking অপশনে এসে পেমেন্ট মেথড সিলেক্ট করে নিতে হবে।

 

এখান থেকে কোন ব্যক্তি চাইলে বিকাশ,  নগদ, ও উপায়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। কেউ যদি এখান থেকে বিকাশ সিলেক্ট করে তাহলে আপনাদের সামনে pop up আকারে ফি এর সকল তথ্য দেখাবে। এখান থেকে আপনাদেরকে confirm করে দিতে হবে। তারপরে আপনাদেরকে pay with bkash বাটনটিতে ক্লিক করে বিকাশ একাউন্ট নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করে ফেলতে হবে। 

 

পরিশেষে, আশা করি উক্ত আর্টিকেলটি পড়ার মাধ্যমে bdris পেমেন্ট পদ্ধতি বা কিভাবে খুব সহজেই জন্ম নিবন্ধন এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে ই পেমেন্ট  করা যায় মোটামুটি ধারণা পেয়ে গিয়েছেন। তারপরেও যদি কোন প্রশ্ন থেকে থাকে আমাদেরকে নির্বিঘ্নে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ। 

সম্পর্কিত আর্টিকেল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button