www nidw gov bd লগ ইন করার নিয়ম
ভোটার আইডি কার্ডের বিভিন্ন ধরনের সমস্যাসহ আমাদের অনেক সময় www nidw gov bd ওয়েবসাইটটিতে যেতে হয়। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই ওয়েবসাইটটিতে কিভাবে লগইন করতে হয় সেই সম্পর্কে জানেন না।আজকের পোস্টের মাধ্যমে www nidw gov bd ওয়েবসাইটে লগইন করার নিয়ম সম্পর্কে জানাবো। তাহলে চলুন দেরী না করে শুরু করা যাকঃ-
www nidw gov bd লগ ইন করার নিয়ম /Nid Login
নিচে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কিভাবে লগইন করবেন সেটা খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে। আপনারা চাইলে সরাসরি উক্ত পদ্ধতি অবলম্বন করে লগইন করতে পারেন।
➡️প্রথমে আপনাদের ব্রাউজার থেকে সরাসরি গুগলে গিয়ে www nidw gov bd লিখে সার্চ করতে হবে। তারপরে সবার উপরে যে ওয়েবসাইটে দেখতে পারবেন সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশনের ওয়েবসাইট এই ওয়েবসাইটটিতে সরাসরি চলে যেতে হবে।
➡️ওয়েবসাইটটিতে যাওয়ার পর এনআইডি অনলাইন সার্ভিস নামক একটি অপশন রয়েছে সেখানে সরাসরি ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে।
➡️উক্ত পেজটি ওপেন হওয়ার পর একটু নিচের দিকে লগইন করুন নামক একটি অপশন দেখতে পাবেন।
উপরের ঘরে জাতীয় পরিচয় পত্র নম্বর এবং নিচের ঘরে পাসওয়ার্ড দিতে হবে। জাতীয় পরিচয় পত্র নাম্বার না দিলে আপনি উপরের ঘরে ইউজারনেম দিলেও হবে।
➡️কমিশনের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সে পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তারপরে ক্যাপচা পূরণ করে লগইন বাটনে ক্লিক করে খুব সহজেই এখান থেকে লগইন করা যাবে।
শেষ কথা, আশা করি আজকের পোস্টটি পড়ার মাধ্যমে www nidw gov bd ওয়েবসাইটটিতে কিভাবে লগইন করতে হয় সেই সম্পর্কে জানতে পেরেছেন। তার পরেও যদি কোন বিষয় সম্পর্কে বুঝতে কোন ধরনের অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে সরাসরি কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন।
More tag
nid login,nid login bd,e-service.gov.bd login,service.nidw.gov bd/nid-pub qr code,nid bd gov,nidw gov,nidw,nidw service,services.nidw.gov.bd