রবি সিমের নাম্বার দেখার পদ্ধতি ।Robi sim number check code
রবি নাম্বার দেখার উপায়ঃযারা রবি সিম ব্যবহারকারী রয়েছেন তারা অনেক সময় তাদের রবি সিমের ব্যবহৃত নাম্বারটি দেখতে চান। কিন্তু অনেকে জানেন না যে রবি সিমে কি করে নাম্বার দেখেন সেই সম্পর্ক। অর্থাৎ রবি নাম্বার দেখার নিয়ম সম্পর্কে তারা জানেন না। কিন্তু রবি সিম ব্যবহারকারীর জন্য রবি নাম্বার দেখার উপায় জানাটাও খুবই জরুরী।
রবি নাম্বার দেখার নিয়ম ২০২২।Robi all number check code
যারা রবি সিম ব্যবহারকারী রয়েছে তারা চাইলে খুব সহজেই এই পদ্ধতিটি অবলম্বন করে রবি সিমের নাম্বার দেখতে পারবেন।এই জন্য আপনাদেরকে মোবাইলে ডায়াল অপশনে চলে গিয়ে ডায়াল করতে হবে *2# নম্বরে। তারপরে কিছুক্ষণের মধ্যেই রবির নাম্বার টি দেখতে পারবেন।
রবি সিমের নাম্বার দেখার আরো কিছু গুরুত্বপূর্ন কোড
রবি সিমের নাম্বার দেখার আরো কিছু গুরুত্বপূর্ন কোড রয়েছে যে কোডগুলো ডায়াল করার মাধ্যমে আপনারা বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন।
রবি সিমের নাম্বার দেখার কোড *2# এবং *140*2*4#
রবি সিমের ব্যালেন্স চেক করতে পারবেন *222#
রবি সিমের মিনিট চেক করার জন্য *222*3#
রবি সিমের ইন্টারনেট প্যাকেজ চেক করার জন্য *222*81#
এসএমএস এবং ব্যালেন্স চেক করতে পারবেন *222*13#
রবি সিমের কাস্টমার কেয়ার নাম্বার 121
আপনারা রবি সিমের এই গুরুত্বপূর্ণ কোডগুলোর ডায়াল করার মাধ্যমে এই সকল সুবিধা গুলো সব সহজেই পেয়ে যাবেন।
শেষ কথা, আশা করি আজকের এই পোস্ট টি পড়ার মাধ্যমে রবি সিমের নাম্বার দেখার নিয়ম সম্পর্কে আপনারা ভালই ধারণা পেয়েছেন। তারপরেও কোন বিষয় সম্পর্কে বুঝতে অসুবিধা হয়ে থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।