অনলাইনে ইতালি ভিসা চেক করার নিয়ম
ইতালি যাওয়ার জন্য অবশ্যই ইতালি ভিসার প্রয়োজন রয়েছে। অর্থাৎ ইতালি ভিসা ছাড়া কোনভাবেই ইতালি যাওয়া সম্ভব নয়।যারা ইতালি ভিসা জন্য আবেদন করেছেন বা ইতালি ভিসা হাতে পেয়ে গিয়েছেন তাদের অবশ্যই ইতালি ভিসা check করা জরুরি। কেননা অনলাইনের মাধ্যমে ভিসা চেক করার ফলে আপনারা জানতে পারবেন ভিসাটি অরজিনাল নাকি নকল। তাছাড়া আপনি কোন কাজের জন্য ভিসা করেছিলেন এবং আপনাকে কোন কাজের ওপর ইতালি পাঠাচ্ছে সবকিছুই অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন।
এককথায় পরবর্তীতে কোন ধরনের সমস্যা যেন না হয় তার জন্য অবশ্যই ইতালি ভিসাটি যাচাই করে নিতে হবে। কিন্তু italy visa চেক করার সঠিক নিয়ম সম্পর্কে অনেকেই জানেন না। তাই আজকের পোষ্টে ইতালি ভিসা কিভাবে চেক করবেন বা itali visa check করার নিয়ম সম্পর্কে জানাবো। তাহলে চলুন দেরী না করে জেনে নেওয়া যাকঃ-
ইতালি ভিসা চেক করার নিয়ম
আপনারা সকলেই জানেন বর্তমানে প্রবাসে কর্মরত নাগরিকদের মধ্যে অধিকাংশ নাগরিক ইতালিতে বসবাস করে থাকেন।আর ইতালিতে যারা কাজ করে থাকেন তাদের বেতন অনেক বেশি এবং তারা খুব সহজেই নিজের সহ পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারেন।
যারা ইতালি যেতে চান এবং ইতিমধ্যে ইতালি ভিসা হাতে পেয়ে গিয়েছেন তারা অনলাইনের মাধ্যমে অবশ্যই ইতালি যাওয়ার আগে ভিসাটি যাচাই করে নিবেন। নিচে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে বসে ইতালি visa check করা যায়।
ধাপ ১ঃItaly visa check করার জন্য কম্পিউটার অথবা মোবাইলে ব্রাউজার থেকে https://visa.vfsglobal.com/bgd/en/ita/ লিংকটি ব্যবহার করে উক্ত ওয়েবসাইটে চলে যেতে হবে।
ধাপ ২ঃওয়েবসাইটটিতে আসার পর পাসপোর্ট নাম্বার এবং দেশ দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর একটু লোডিং হতে পারে আপনারা একটু অপেক্ষা করবেন।
ধাপ ৩ঃলোডিং হওয়ার পর সরাসরি ইতালি ভিসার তথ্য বা ইতালি ভিসা স্ট্যাটাস চলে আসবে। এখান থেকেই আপনি নিজের ভিসাটি চেক করে নিতে পারেন এবং ভিসায় কোন ধরনের ভুল রয়েছে কিনা সেটা দেখে নিতে পারেন। যারা italy visa check করতে চান তারা ঘরে বসেই উপরোক্ত নিয়ম অবলম্বন করে ভিসাটি চেক করে নিতে পারবেন।
ইতালি ভিসা চেক করার নিয়ম কিছু কথা/Italy visa check by passport number
যে ওয়েবসাইটের মাধ্যমে italy visa যাচাই করার নিয়ম দেখানো হয়েছে অনেকক্ষেত্রে ওয়েবসাইটের লিংক ঠিক ভাবে কাজ করে না। ওয়েবসাইটের বিভিন্ন আপডেটের কারণে এই সমস্যাটা সৃষ্টি হতে পারে।এই সমস্যা সৃষ্টি হলে আমরা কোনভাবেই এর জন্য দায়ী নয়।
শেষ কথা ,যারা ইতালি যাওয়ার জন্য ইতালি ভিসার জন্য আবেদন করেছেন এবং ভিসা হাতে পেয়ে গিয়েছেন তারা উপরের নিয়ম অনুযায়ী খুব সহজেই italy ভিসা চেক করে নিতে পারবেন। তার পরেও যদি এই বিষয় নিয়ে কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে সরাসরি কমেন্ট করে জানাতে পারেন।