সিম অফার

রিয়েলমি অফিশিয়াল ফোন চেক করার উপায় ২০২৩

রিয়েলমি অফিশিয়াল ফোন চেক করার উপায় ২০২২

 

রিয়েলমি অফিশিয়াল ফোন চেনার উপায়ঃআমাদের দেশে বর্তমানে অনেকেই রিয়েলমি ফোন ব্যবহার করে থাকেন। রিয়েলমি ফোন তাদের নতুন সব ফিচার যুক্ত করার মাধ্যমে গ্রাহকদের মন অনেকটা জয় করে নিয়েছে।তাই যারা রিয়েলমি ফোন কিনতে চান তারা অনেকেই ফোন কেনার আগে রিয়েলমি ফোন অফিশিয়াল আনঅফিসিয়াল এটা সম্পর্কে জানতে চান।

রিয়েলমি অফিশিয়াল ফোন চেনার উপায় 

রিয়েল মি ফোন চেক করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলের আই এম ই নাম্বার টি জানতে হবে। আই এম ই নাম্বার টি যদি আপনি না জানতে পারেন তাহলে কোনভাবেই রিয়েলমি ফোনটি অফিশিয়াল কিনা সেটা চেক করতে পারবেন না।

 

এর জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *#06# এই কোডটি ডায়াল করবেন এবং তারপর আপনি ১৫ ডিজিটের একটি আইএমই নাম্বার দেখতে পারবেন।তারপরে আপনাকে এই আইএমই নাম্বার টি কপি করে নিতে হবে।

তারপর নিচের লিঙ্কটিতে সরাসরি চলে যেতে হবে https://www.realme.com/global/support/phonecheck

 

লিংকটিতে যাওয়ার পর আপনারা এরকম একটি ছবি দেখতে পারবেন।

রিয়েলমি অফিশিয়াল ফোন চেক করার উপায় ২০২২

এখানে কপি করা আইএমআই নাম্বারটি পেস্ট করতে হবে এবং চেক নাও বাটনে ক্লিক করতে হবে। আপনার ফোনটি যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে সমস্ত ডাটা চলে আসবে। অর্থাৎ মোবাইলটি কত তারিখে তৈরি হয়েছে এ সম্পর্কিত আরও অনেক তথ্য পাবেন আর এখান থেকেই বুঝতে পারবেন আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। 

মেসেজের মাধ্যমে রিয়েলমি অফিশিয়াল ফোন চেক করার নিয়ম/Imei check Realme Bangladesh

আপনারা আরেকটি পদ্ধতিতে খুব সহজেই চাইলে রিয়েলমি ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটি চেক করতে পারেন। আপনার যদি রিয়েল মি ফোনের আইএমইআই নাম্বার টি বের করা হয়ে থাকে ইতিমধ্যে তাহলে সরাসরি মেসেজ অপশনে চলে যান।

 

মেসেজ অপশনে যাওয়ার পর KYD<space>15 Digit IMEI সেন্ড করে দিন 16002। এই নাম্বারে মেসেজ দেওয়ার কিছুক্ষণের মধ্যে বিআরটিসি থেকে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল।

 

শেষ কথা,আশা করি রিয়েলমি অফিশিয়াল ফোন চেনার উপায় সম্পর্কে আজকের এই পোস্টটি পড়ার মাধ্যমে জানতে পেরেছেন। তার পরেও যদি এই সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আমাদেরকে সরাসরি কমেন্ট করে জানাতে পারেন।আর পোস্ট টি ভাল লেগে থাকলে শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন। 

সম্পর্কিত আর্টিকেল

একটি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button