ভিসা খবর

দুবাই সবচেয়ে বড় বিল্ডিং কত তলা

দুবাইয়ের সবথেকে বড় বিল্ডিং হচ্ছে বুর্জ খলিফা। বুর্জ খলিফা কত তলা দুবাইয়ের বর্তমানে সবথেকে যে বড় বিল্ডিংটি রয়েছে সেটির উচ্চতা কত এই নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। দুবাই খুবই ধনী একটি শহর। আরব আমিরাতের এই শহরটির রয়েছে নান্দনিক নানা সৌন্দর্য।আজকের পোস্টে দুবাই সবচেয়ে বড় বিল্ডিং কত তলা বা এর উচ্চতা কত সেই নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক:

 

দুবাই সবচেয়ে বড় বিল্ডিং কত তলা

 

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে যে বুর্জ খলিফা ভবনটি রয়েছে সেটি দুবাইয়ের সবথেকে বড় বিল্ডিং। দুবাইয়ে বিল্ডিং এর  উচ্চতার দিক থেকে হিসাব করলে এটার উপরে কোন বিল্ডিং নেই।বুর্জ খলিফা ভবনটির উচ্চতা হচ্ছে ১৬৩ তলা। যা সাধারণত মিটারের হিসাব করলে ৮২৮ মিটার ও ফুটের হিসাবে ২৭১৪ ফুট। এটি শুধুমাত্র দুবাইয়ের সবথেকে বড় বিল্ডিং নয় বিশ্বের সবথেকে বড় বিল্ডিং এর মধ্যে একটি।এই বিল্ডিংটির নান্দনিক সৌন্দর্যের জন্য অনেকেই দূর-দূরান্ত থেকে বুর্জ খলিফা দেখতে আসেন।কেননা বুর্জ খলিফা পৃথিবীর দীর্ঘতম ভবন গুলোর মধ্যে সব থেকে সৌন্দর্যমন্ডিত একটি ভবন। 

 

শেষ কথা, আশা করি পোস্টটি যারা মনোযোগ সহকারে পড়েছেন দুবাইয়ের সবচেয়ে বড় বিল্ডিং কত তলা বা এর উচ্চতা কত এই বিষয়ে মোটামুটি ধারণা পেয়ে গিয়েছেন। তারপরেও যদি এই নিয়ে কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনার মূল্যবান প্রশ্নটির খুবই দ্রুত সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। ধন্যবাদ। 

সম্পর্কিত আর্টিকেল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button