ভিসা খবর

ওমরা ভিসা করার নিয়ম। ওমরা হজ্জ করতে কত টাকা লাগে ও ওমরা ভিসা প্রসেসিং সময়

বাংলাদেশ থেকে অনেকেই ওমরা ভিসার জন্য আবেদন করে থাকেন।ওমরা ভিসা করার সঠিক পদ্ধতি সম্পর্কে অনেকেই জানেন না। আজকের পোস্টে ওমরা ভিসা করার নিয়ম, ওমরা ভিসার খরচ, ওমরা ভিসা প্রসেসিং সময় ও ওমরা হজ করতে কত টাকা লাগে এই বিষয়ে জানতে পারবেন।তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক:-

 

ওমরা ভিসা করার পদ্ধতি /ওমরা ভিসা করার নিয়ম 

 

বাংলাদেশ থেকে ওমরা পালনের জন্য অবশ্যই কিছু শর্তাবলী পালন করতে হবে।অর্থাৎ যারা ওমরা পালনের জন্য ভিসা নিতে চান তাদেরকে এই সকল শর্তাবলী গুলো পূরণ করেই নিতে হবে।কিভাবে ওমরা ভিসার জন্য আবেদন করবেন এবং ওমরা ভিসা হাতে পাবেন উক্ত বিষয়ে জানানো হলো:-

 

ওমরা ভিসা আবেদন করার নিয়ম 

 

ওমরা ভিসা আবেদন চাইলে দুই ভাবে করতে পারেন। কোন এজেন্সির মাধ্যমে অথবা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করে। তবে আপনি যে পদ্ধতিতে আবেদন করুন না কেন ওমরা ভিসা করার জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগবে। যেমনঃ-

➡️অরজিনাল পাসপোর্টের ফটোকপি লাগবে এবং পাসপোর্টে ছয় মাসের বেশি মেয়াদ থাকতে হবে অথবা ন্যূনতম ৬ মাস মেয়াদ থাকা লাগবে।

➡️দুই কপি রঙ্গিন ছবি লাগবে অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে।

➡️আবেদনকারী ব্যক্তি বিবাহিত হলে বিবাহের সরকারি সনদের কপি লাগবে।

➡️আবেদনকারী ব্যক্তির জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হবে। জাতীয় পরিচয় পত্র না থাকলে জন্ম নিবন্ধন হলেও চলবে।

➡️৪৫ বছরের বেশি বয়সীদের একা ভ্রমণ করানোর জন্য আইনত মাহরাম পুরুষের অনুমতি পত্র লাগবে। 

 

এই সকল ডকুমেন্টগুলো আপনার কাছে থাকলে আপনি সরাসরি চলে যাবেন https://maqam.gds.haj.gov.sa/Home/OTAs এই ঠিকানায়।এখান থেকে কোন কোম্পানি বা এজেন্সি ব্যবহার করে ওমরা ভিসা করতে চান বা বা ওমরা ভিসার জন্য আবেদন করতে চান সেটা সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি অনেক কয়েকটি এজেন্সি দেখতে পারবেন এবং এদের সুযোগ সুবিধা এবং প্যাকেজ একেক রকম। আপনার ইচ্ছা অনুযায়ী তোমরা হজ প্যাকেজটি সিলেক্ট করে ভিসা আবেদন করতে পারেন। পরবর্তীতে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি কিছুদিনের মধ্যেই ওমরা ভিসা হাতে পেয়ে যাবেন। 

 

ওমরা ভিসার খরচ/ওমরা হজ্জ করতে কত টাকা লাগে ২০২২

 

ওমরা করতে কত টাকা লাগে বা umrah visa price কত এই বিষয়ে অনেকেরই সুস্পষ্ট ধারণা নেই। ওমরা ভিসার খরচ ট্রাভেল এজেন্সি ভেদে কমবেশি হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশে অনেক ট্রাভেল এজেন্সি রয়েছে সরকারি লাইসেন্স ভুক্ত যারা অনেককে ওমরা ভিসা করিয়ে দিয়ে ওমরা পালনের সুযোগ করে দেয়। এই সকল এজেন্সি গুলো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করেও থাকে। ওমরা করার জন্য ১০ দিনের যে প্যাকেজটি রয়েছে তার জন্য খরচ হয়ে থাকে এক লাখ টাকা থেকে এক লাখ ৫০ হাজার টাকার মতো। আশা করি বাংলাদেশ থেকে ওমরা করতে কত টাকা লাগে ইতিমধ্যে জেনে গিয়েছেন। 

 

ওমরাহ  ভিসার মেয়াদ কতদিন

 

অতীতে ওমরা ভিসা পেতে অনেক সমস্যা হলেও এখন খুব সহজেই পাওয়া যাচ্ছে। তাছাড়া বর্তমানে ওমরা ভিসার সুযোগ সুবিধা আগের থেকে অনেক বেড়েছে। অতীতের যারা উমরা ভিসা করেছেন তারা সর্বোচ্চ এক মাস ওমরা ভিসার মাধ্যমে সৌদি আরবে অবস্থান করতে পারতেন কিন্তু বর্তমানে ওমরা ভিসার মেয়াদ এক মাস থেকে তিন মাস করা হয়েছে। এখন যে কোন ব্যক্তি ওমরা ভিসা করার মাধ্যমে একটানা তিন মাস সৌদি আরবে অবস্থান করতে পারবেন।

 

ওমরা ভিসা প্রসেসিং সময়

 

ওমরা ভিসার জন্য এখন অনলাইনের মাধ্যমেই আবেদন করা যাচ্ছে।অতীতে ওমরা ভিসা প্রসেসিং এর জন্য অনেক সময় চলে গেলেও এখন অনলাইনের মাধ্যমে মাত্র 24 ঘন্টার মধ্যেই ওমরা ভিসা হাতে পাওয়া যাবে। যেকোনো ব্যক্তি চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ওমরা ভিসা আবেদন করতে পারবেন।

 

ওমরাহ ভিসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন /Umrah visa application form

 

ওমরা ভিসা নিয়ে অনেকের কিছু প্রশ্ন পাওয়া যায়। সেই প্রশ্নগুলো নিচে তুলে ধরা হয়েছে এবং আপনাদের সুবিধার্থে সেগুলোর উত্তরও প্রদান করা হয়েছে। 

প্রশ্ন ১ঃএজেন্টের মাধ্যমে ওমরা যাওয়া ভালো নাকি একা যাওয়া ভালো?

উত্তরঃআপনি যদি কোন এজেন্সি বা কোন এজেন্টের মাধ্যমে তোমরা ভিসা করে থাকেন তাহলে আপনার ভিসা আবেদন থেকে শুরু করে যাবতীয় সকল কাজ তারাই সম্পন্ন করে দিবে।তাছাড়া সেখানে গিয়ে আপনি কতদিন থাকবেন কোথায় কোথায় ঘুরবেন সবকিছু তারাই ঠিকঠাক করে দিবে। তাছাড়া যারা এজেন্ট ব্যতীত নিজে থেকে অনলাইনে উমরা ভিসা আবেদন করে থাকেন তাদের ক্ষেত্রে অনেক সময় কিছু ভুলের কারণে ভিসাটি বাতিল হয়ে যায়।তাই আপনারা চাইলে সরাসরি বাংলাদেশের সরকারের স্বীকৃত কিছু এজেন্সি ব্যবহার করে উমরা ভিসা আবেদন করতে পারেন।

প্রশ্ন ২ঃওমরা ভিসা আবেদন ফরম কোথায় পাবো বা অনলাইনে কিভাবে আবেদন করবো?

উত্তরঃঅনেকেই অনলাইনে ওমরা ভিসার জন্য আবেদন কিভাবে করতে হয় এই বিষয়ে জানেন না।তারা চাইলে সরাসরি https://www.saudiembassy.net/sites/default/files/VisaApp.pdf এখান থেকে ওমরা ভিসা আবেদন ফরমটি ডাউনলোড করে বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।

প্রশ্ন ৩ঃওমরা ভিসা সম্পূর্ণ বা শেষ হতে কতদিন লাগে?

উত্তরঃ-অতীতে ওমরা ভিসার মেয়াদ ছিল ৩০ দিন কিন্তু এখন ৯০ দিন পর্যন্ত ওমরা ভিসায় গিয়ে আপনারা থাকতে পারবেন। ওমরা সাধারণত ২-৩ দিনের মধ্যেই শেষ হয়ে যায় তবে কেউ কেউ 14-15 দিন থেকে শুরু করে এক মাসের বেশি সময় পর্যন্ত থেকে থাকেন। 

 

শেষ কথা, আশা করি আজকের পোস্টটি পড়ার মাধ্যমে ওমরা ভিসা করার নিয়ম বা ওমরা হজ্জ করতে কত টাকা লাগে বা ওমরা ভিসা ফি কত টাকা এই বিষয়ে পরিপূর্ণ ধারণা পেয়েছেন।তারপরেও যদি এই সম্পর্কিত কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ। 

সম্পর্কিত আর্টিকেল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button